নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার জি.আই.জেড বিভাগীয় পরিচালকের সাতক্ষীরা পৌরসভা পরিদর্শন ও সমাস্যার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার কনফারেন্স রুমে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়ার জি.আই.জেড বিভাগীয় পরিচালক এম.এস করিননা কুশেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়ার জি.আই.জেড বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর তবিআজ বেকার, আর.ই.ই প্রজেক্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুদাব্বির আনাম, আরা.আই.ইউডি প্রজেক্টের টিম লিডার মো. হামিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমাস্যা ও করনীয়, সুপেয় পানি, রাস্তা-ঘাট, ড্রেণেজ ব্যবস্থা ও দারিদ্র বিমোচন বিষয়ে ও ভবিষ্যৎ করনীয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, শেখ শফিক উদ দৌলা সাগর, কাজী ফিরোজ হাসান, শেখ আব্দুস সেলিম, শফিকুল আলম বাবু, শহিদুল ইসলাম, অনিমা রাণী মন্ডল, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ^াস, নির্বাহী প্রকৌশলী কামরুল আখতার, প্রকৌশলী সেলিম সরোয়ার, হিসাব রক্ষক আক্তার হোসেন তালুকদারসহ দক্ষিণ এশিয়ার জি.আই.জেড’র কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ। প্রজেক্টরের মাধ্যমে মুল প্রেজেন্টেশন উপাস্থাপন করেন পৌরসভার শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী।
সাতক্ষীরা পৌরসভা পরিদর্শ ও সমস্যার উন্নয়ন বিষয়ে আলোচনা
পূর্ববর্তী পোস্ট