নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের মাহমুদপুর এলাকায় স্থাপিত একাধিক রাইস মিল থেকে নির্গত কালো ধোঁয়া, ধুলাবালি ও বর্জ্যের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এক পর্যায়ে এসব রাইচ মিল বন্ধসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকালে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখার ফলে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে রাইচমিলগুল বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
এসময় এলাকাবাসীর পক্ষ বক্তব্য রাখেন, মীর মোস্তাক আহমেদ, আল আমিন হোসেন, হাফিজুল ইসলাম, আবু তালেব, রাবেয়া খাতুন, জুলেখা খাতুন, খুশি খাতুনসহ অন্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাইস মিল থেকে নির্গত দূষণে শিশু, নারী ও বয়স্কসহ সাধারণ মানুষ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বারবার অভিযোগ জানানো হলেও মিল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী বাধ্য হয়ে ভোমরা-সাতক্ষীরা সড়কে নেমে আসে। তারা দ্রুত রাইস মিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক অপারেশন সুশান্ত ঘোষ জানান,
উর্ধবতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। সে পর্যন্ত ৩টা রাইচমিল বন্ধ থাকবে। যাতে মানুষের দুর্ভোগ না হয়।

