প্রেস বিজ্ঞপ্তি : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে অবশেষে চলেই গেলেন দরিদ্র মানুষের অধিকার আদায়ের নেতা গাজী সাঈদুর রহমান। শোক আর সাগর সমান কষ্টের মধ্যে তাকে চির বিদায় জানালেন সাতক্ষীরার মানুষ। গভীর শ্রদ্ধা জানিয়ে অবনত মস্তকে তাকে সম্মানিত করেন তারা।
বৃহস্পতিবার সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে স্মরণকালের বৃহৎ জানাযার নামাজে শরিক হন অগনিত মানুষ। সাতক্ষীরা সি এন্ড বি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ রফিকুল ইসলাম মরহুম কাজী সাঈদের জানাযার নামাজের ইমামতি করেন। এর আগে মাঠ ভর্তী শোভাকঙ্খীরা তার প্রতি শোক জ্ঞাপন করেন। জানাযা পূর্ব আলোচনা সভায় অংশ নিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম বলেন, কাজী সাঈদ ছিলেন দরিদ্র মানুষের নেতা। তিনি মানুষের অধিকার আদায়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমৃত্যু আন্দোলন ও সংগ্রাম করেছেন। সাতক্ষীরার রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক অঙ্গন এখন থেকে কাজী সাঈদ শূণ্য হয়ে গেল। এই শূণ্যতা পুরণ হওয়ার নয় জানিয়ে তিনি বলেন, তার মতো নিবেদিত রাজনৈতিক এই সমাজে খুবই প্রয়োজন ছিল। আলোচনায় অংশ নেন জেলা জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু আহমেদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, প্রেসক্লাব সভাপতি এ্যড. আবুল কালাম আজাদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বাসদ নেতা এ্যড. আজাদ হোসেন বেলাল, জেলা জজ আদালতের পিপি এ্যড. ওসমান গনি প্রমুখ।
শহীদ রাজ্জাক পার্কে জানাযার পর প্রয়াত এই নেতা কাজী সাঈদের মরাদেহ নিয়ে যাওয়া হয় তার জন্মভিটা কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের দুধলি গ্রামে। সেখানে দ্বিতীয় দফার জানা যায় অংশ নেন অগণিত মানুষ।
পূর্ববর্তী পোস্ট