নিজস্ব প্রতিবেদক : দেবহাটার নাংলায় সংখ্যালঘু পরিবারকে দেশ ছাড়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় সংখ্যালঘু সদস্য। বৃহস্পতিবার বিকালে দেবহাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দক্ষিণ নাংলা গ্রামের মৃত দেবন্দ্র দাসের পুত্র হরিপদ ফকির দাস বলেন, দেবহাটার নাংলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সিদ্দিক গাজী বিরুদ্ধে এলাকাবাসী গনস্বাক্ষরের ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ স্বাক্ষর দেওয়ার অপরাধে সংখ্যালঘুদের বাড়ি গভির রাতে যেয়ে দেশে ছেড়ে চলে যাওয়ার হুমকি হয়েছে। এ ঘটনার পর থেকে সংখ্যালঘুরা আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। লিখিত অভিযোগে তিনি আরও বলেন, নাংলা গ্রামের আবদার গাজী পুত্র সিদ্দিক গাজী ও একই গ্রামের মৃত হায়দার গাজীর পুত্র সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল ও এলাকায় নানা অপকর্মের সাথে লিপ্ত আছে। এছাড়া সিদ্দিক ও তার দলবল কিছুদিন আগে গভীর রাতে আমার বাড়িতে যেয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে মারপিট করে এবং দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে ঘর থেকে বাহির হওয়ার সময় সিদ্দিকের মুখের বাধনটি খুলে গেলে আমার স্ত্রী রিতা দাস সিদ্দিকে চিনতে পারে। পরদিন সকালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই। কিন্ত সিদ্দিক সেটি অস্বীকার করে বলে আমি এমন কিছু করি নাই। এছাড়া সাম্প্রতিক পুলিশ মাদকসহ আটক করলে সিদ্দিক ও তার স্ত্রী পুলিশের উপর হামলা চালায়। তার এই অপকর্ম থেকে রেহায় পেতে স্ত্রীকে দিয়ে বিভিন্ন সময় মামলা ও সংবাদ সম্মেলন করে থাকে। ১৬ নম্বেবর এলাকার শত শত সাধারণ মানুষ মাদক ব্যবসায়ী সিদ্দিকের বিরুদ্ধে গণস্বাক্ষরের ভিত্তিতে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে আমার স্বাক্ষর থাকায় রাতে আমার বাড়িতে সিদ্দিক ও সাইফুল আসিয়া আমাকে ও আমার পরিবারকে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলে না হলে আর বাঁচবিনা বলে হুমকি দিয়ে চলে যায়। তাছাড়া সিদ্দিক বিভিন্ন থানায় একাধীক মাদক, ডাকাতি মামলার আসামী। তার কাছে অবৈধ্য অস্ত্র থাকায় যে কোন অপরাধ করতে দ্বিধা করে না। আমি অসহায় হওয়ায় বর্তমানে নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছি। তাই পুলিশ সুপারসহ উদ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
দেবহাটায় এক হিন্দু পরিবারকে দেশ ছাড়ার হুমকির অভিযোগ
পূর্ববর্তী পোস্ট