দেবহাটা ব্যুরো : দেবহাটায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টা ৪৫ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিভাগীয় উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার ও সহকারী উপ-পরিচালক মদন মোহন সাহার নের্তৃত্বে সখিপুর গ্রামের রজব আলী গাজীর পুত্র আমির হোসেন (২১) এর বাড়ি থেকে ৪০০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। জব্দ কৃত ফেনসিডিলের মুল্য ২,৮০,০০০ টাকা। এসময় আমির হোসেনকে হাতে নাতে গ্রেফতার করা গেলেও একই গ্রামের মৃত মিয়ারাজ গাজীর পুত্র আমিরুল ইসলাম পালিয়ে যায়।
অপর অভিযানে বিকাল ৪টার সময় বিভাগীয় পরিদর্শক লাকিয়া খানমের নের্তৃত্বে নারিকেলী গ্রামের মৃত আহম্মদ সরদারের পুত্র সবুর সরদারের ঘর থেকে ১০০ বোতল জব্দ করা হয়। এসময় সবুর সরদার ও সখিপুর গ্রামের আবু বক্কারের পুত্র আশরাফ আলী দ্রুত পালিয়ে যায়। জব্দ কৃত ফেনসিডিলের মুল্য ৭০,০০০ টাকা। এ বিষয়ে দেবহাটা থানায় মামলা দায়েরের করা হয়েছে। মামলা নং- ১২ ও ১৩।
পূর্ববর্তী পোস্ট