কালিগঞ্জ ব্যুরো : প্রতিবন্ধীদের সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারও দেশের কল্যানকর অবদান রাখতে পারে। প্রতিবন্ধীদের অবহেলার চোখে নয়, সমাজ ও দেশের উন্নয়নে ভাল ভাল কাজ করছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের ব্যাপারে অধিক আন্তরিক ও সহযোগিতার হাত প্রসারিত করছে। সমাজের বৃত্তশালিরাদের ও প্রতিবন্ধীদের সহয়তায় এগিয়ে আসতে হবে। শনিবার সকাল ১০টায় সরকার স্বীকৃত এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের আয়োজনে র্যালিউত্তর আলোচনা সভায় এ কথা বলেন। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আগম্মেদ মাছুম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রতিবন্ধী স্কুলের পরিচালক আজহারুল ইসলাম, সমাজসেবা অফিস সহকারী আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল, এমজেএফ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জালালুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যলি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবন্ধীদের সঠিক তদারকি করলে তারাও দেশের জন্য অবদান রাখতে পারে – নূর আহম্মেদ মাছুম
পূর্ববর্তী পোস্ট