আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে তাইওয়ানের আকাশে দেখা দেয়া রংধনু। গত সপ্তাহে তাইপে পর্বতে দেখা দেয়া এ রংধনু প্রায় ৯ ঘণ্টা স্থায়ী হয়েছিল। ওই এলাকাতেই চাইনিজ কালচার ইউনিভার্সিটি অবস্থিত। এত সময় ধরে রংধনু অবলোকন করতে পেরে এর শিক্ষাক ও শিক্ষার্থীরা ভীষণ উচ্ছ্বসিত।
বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক চৌ কুন-সুয়ানসাইদ বলেন, প্রথমে এক ঘণ্টা, পরে আরেক ঘণ্টা, রংধনু যেন কিছুতেই বিলীন হতে চাইছিল না। এমন করে চার ঘণ্টা কেটে যায়। পরে আমরা আমাদের শিক্ষার্থীদের রংধনুর ছবি ও ভিডিও ধারণ করতে উৎসাহিত করি। ওই চার ঘণ্টার পর রংধনু আরও পাঁচ ঘণ্টা স্থায়ী হয়েছিল।
সকাল ছয়টা থেকে বিকেল ৩.৫৫ মিনিট পর্যন্ত আট ঘন্টা ৫৮ মিনিট স্থায়ী হয়েছিল রংধনু। যা ভেঙে দিয়েছে আগের বিশ্ব রেকর্ড। ১৯৯৪ সালের ১৪ মার্চ ইংল্যান্ডের ইয়র্কশায়ারের আকাশে ছয় ঘণ্টা ব্যাপী রংধনু স্থায়ী হয়েছিল।