মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত সাতক্ষীরা স্টেডিয়ামে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন মঞ্চে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিসহ সাতক্ষীরা-০১ আসনের এমপি এড. মুস্তফা লুৎফুল্লাহ ও সংরক্ষিত আসনের সাংসদ মিসেস রিফাত আমিনকে আমন্ত্রণ না করায় মীর মোস্তাক আহমেদ রবি এমপি ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
পরে তিনি সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে শহিদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারত করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান বিজয় দিবসে বাংলাদেশের সকল জেলায় যে নিয়ম আছে তার ব্যতিক্রম সাতক্ষীরা জেলায়। এখানে সালাম নেওয়ার যোগ্য যারা তাদেরকে কৌশলগতভাবে এবং বীর মুক্তিযোদ্ধা ও সম্মানিত এমপি এবং বয়োজ্যোষ্ঠদের অসম্মান করা হয়েছে। এটা ন্যাক্কারজনক।
পূর্ববর্তী পোস্ট