তালা প্রতিনিধি: ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মহান্দী গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তপন চক্রবর্তী, জাসদ নেতা দেবাশীষ দাশ প্রমুখ। এ কার্যক্রমের আওতায় সপ্তাহে তিন দিন (শুক্র, শনি ও মঙ্গলবার) চাল বিক্রি করা হবে। একজন কার্ডধারী এক মাসে সর্বোচ্চ ৩০ কেজি করে চাল পাবেন। খলিলনগর ইউনিয়নে এক হাজার ৪১০ পরিবার এ কার্যক্রমের আওতায় এসেছে।
পূর্ববর্তী পোস্ট