ক্রিকেটের ক্ষুদ্র আসর টি-টেন। প্রথমবারের মতো ক্রিকেটের এই ক্ষুদ্র আসর বসে সংযুক্ত আরব আমিরাতে। আর এই আসর ক্রিকেট বিশ্বে তুমুল আগ্রহ তৈরি করেছে। তবে এ আসরের রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের মাটিতে টি-টেন ম্যাচের আয়োজন করা হয়।
শহিদ আফ্রিদি ফাউন্ডেশন আয়োজিত চ্যারিটি ম্যাচে রবিবার ফয়সালাবাদে মুখোমুখি হয় এসএএফ রেডস ও এসএএফ গ্রিন। আর সেই ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন বাবর আজম। পাকিস্তান জাতীয় দলের এই তরুণ ব্যাটসম্যান সংক্ষিপ্ত এই ক্রিকেটে মাত্র ২৬ বলেই শতকের দেখা পান।
ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ২০১ রানের পাহাড় গড়ে এসএএফ রেডস। ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে বাবরের দুর্দান্ত এক সেঞ্চুরিতে জয় নিয়ে মাঠ ছাড়ে এসএএফ গ্রিন। ১১টি ছক্কা এবং ৭টি চারে মাত্র ২৬ বলে সেঞ্চুরি করেন বাবর। এছাড়াও ব্যাট হাতে ঝড় তুলেন শোয়েব মালিক ও ফখর জামান। শোয়েব ২০ বলে ৮৪ ও ফখর জামান ২৩ বলে ৭৬ রান করেন।