মাহফিজুল ইসলাম আককাজ: জাতির সুর্য সন্তান ৭১ এর রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি গত ১৭ই ডিসেম্বর অসুস্থজনিত কারণে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২৪ ডিসেম্বর রবিবার ভোর বেলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে স্ত্রী ১ কন্যাসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল থেকে শহরের রসুলপুরের বাসভবনে ছিল হাজারো মানুষের শোক ও সমবেদনা জানাতে আসা ভিড়।
এ বীর সেনানীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে শেষবারের মত এক নজর দেখতে অসংখ্য আত্মীয়-স্বজন, মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতাদের ভিড় ছিল চোখে পড়ার মত। সোমবার সকালে রসুলপুর মাঠে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায়, ইমামতি করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন। জানাযায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বদরুল ইসলাম খান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সিরাজ উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান খান বিটু, ডা. মিজানুর রহমান ডব্লু, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাক্তন প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সদর সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আফরিন, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা মরহুমের কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন এবং তাকে গার্ড অব অনার জানানো হয়। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে মরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এসময় জেলা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সাদেক খানের দাফন সম্পন্ন
পূর্ববর্তী পোস্ট