মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসেলভানিয়া রাজ্যের এরি শহর বরফে ঢাকা পড়েছে। এবছর রেকর্ড পরিমাণ বরফ পড়েছে এর আশপাশের এলাকাতেও।
এ কারণে পেনসিলভানিয়া শহরবাসীকে বরফের সঙ্গে লড়াই করতে হচ্ছে। ফলে গাড়ি, বাড়ি ও বাগান বরফে ঢাকা পড়েছে। ইতোমধ্যে জারি করা হয়েছে ‘বরফ জরুরি অবস্থা।’
এবার পেনসিলভানিয়া এরি শহর ৫৩ ইঞ্চি বরফে ঢাকা পড়েছে। ক্লিভল্যান্ডের জাতীয় আবহাওয়া পরিষেবা কার্যালয় সোমবার (২৫ ডিসেম্বর) জানায়, ঝড়ের কারণে এদিনেই এরি শহরে ৩৪ ইঞ্চি বরফ জমেছে। যা এর আগে একদিনে এতো পরিমাণ বরফ কখনো পড়েনি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে পড়ে আরো ১৯ ইঞ্চি বরফ জমেছে। ফলে বরফের উচ্চতা দাঁড়ায় ৫৩ ইঞ্চিতে। দুদিনে এটিই বরফ পড়ার সর্বোচ্চ রেকর্ড। খবর দ্য গার্ডিয়ানের।
এদিকে, পেনসেলভানিয়া রাজ্যের এরি শহর কর্তৃপক্ষ বরফ জরুরি অবস্থা জারি করেছে, বরফ পড়া বন্ধ এবং সড়কগুলো পুনরায় খুলে না দেয়া অবধি লোকজনকে সড়কে বের হতে নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৫৪ সালের মার্চে মর্গানটাউনে ৪৪ ইঞ্চি বরফ পড়ার রেকর্ড করা হয়।