এম বেলাল হোসাইন: ডেইলি সাতক্ষীরায় আশাশুনির শোভনালীতে চলমান জুয়া ও নগ্ন নৃত্য নিয়ে সংবাদ প্রকাশের পরপরই অবশেষে বন্ধ হলো এ অবৈধ কারবার। তবে এখন উপজেলার অনেকেরই বক্তব্য কেবলমাত্র সংবাদ প্রকাশের পরই উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি পড়লে হবে না। যাতে এ চক্রটি অন্য কোথাও এ অবৈধ কারবার আর পাতাতে না পারে সেদিকে কর্তৃপক্ষের খেয়াল রাখতে হবে।
শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম জানান, আমি বরাবরই এ অবেধ্য কারবারের বিরোধিতা করে থাকি। শুধু জুয়া এবং নগ্ন নৃত্য নয়, ডেইলি সাতক্ষীরা অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
সম্প্রতি আশাশুনির বিভিন্ন এলাকায় উৎসবের নামে যাত্রার আড়ালে জমজমাট জুয়ার আসর ও অশ্লীল নৃত্য এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন হতে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটিতে যাত্রার নামে চলছিল চরম অশ্লীল নগ্ন নৃত্য ও প্রকাশ্য রমরমা জুয়ার আসর। কোন পারমিশন ছাড়াই শুধুু মাত্র উৎকোচের বিনিময় চলে এসেছে এ নগ্ন নৃত্য ও জুয়ার রমরমা অবৈধ ব্যবসা। এসকল আসরে সবকিছু হারিয়ে নিঃশ্ব হচ্ছে সাধারণ মানুষ আর লাভবান হচ্ছে বোর্ড মালিক ও আয়োজকরা। উপজেলার সচেতন মহলের বক্তব্য শুধু কামালকাটিতে এ অবৈধ কারবার বন্ধ করে নয়, উপজেলার কোথাও যেন এ চক্রটি আর এমন ব্যবসা খুলে যুব সমাজকে ধ্বংস করতে না পারে সেদিকে সুদৃষ্টি কামনা করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
পূর্ববর্তী পোস্ট