বিদেশ ডেস্ক: চীনে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে অন্য একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতের এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩২ জন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৩০ জন ইরানি এবং দুইজন বাংলাদেশি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউ ইয়র্ক ডেইলি নিউজ।
চীনের পরিবহন মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার পূর্ব চীনের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগা ট্যাঙ্কারটিতে এক লাখ ৩৬ হাজার টন তেল ছিল। সংঘর্ষের পর এটিতে আগুন ধরে যায়।
ট্যাঙ্কারটির ৩২ ক্রু’র মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। তারা সবাই নিখোঁজ রয়েছেন। তবে জাহাজটির ক্রুদের উদ্ধার করা হয়েছে।
চীনে তেলবাহী ট্যাংকার-জাহাজ সংঘর্ষ, ২ বাংলাদেশিসহ নিখোঁজ ৩২
পূর্ববর্তী পোস্ট