মিরপুর টেস্টে তামিম-মুমিনুলের ব্যাটে উড়ন্ত সূচনার পরও মাত্র ২২০ রানে টাইগারদের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার পরে ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়ে প্রথম দিন শেষ করেছে টাইগাররা। সেইসঙ্গে বৃষ্টির কারণে দিনের নির্ধারিত ১১.৩ ওভার বাকি থাকতেই প্রথম দিনের সমাপ্তি টানতে হয়।
আগামীকাল (শনিবার) ১৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে ইংল্যান্ড। তাদের হাতে রয়েছে আর সাত উইকেট।
টাইগারদের প্রথম ইনিংস শেষে ইংলিশদের প্রথম দিনটাও খুব একটা ভালো যায়নি। মাত্র ৪২ রানে ডাকেট-কুক-ব্যালান্সের উইকেট হারিয়ে বসা ইংল্যান্ড দিন শেষে সংগ্রহ করেছে ৫০ রান।
আগামীকাল ১৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের ব্যাট করতে মাঠে নামবে ইংল্যান্ড। ১৫ রানে জো রুট এবং ২ রানে মঈন আলি অপরাজিত রয়েছেন।
বাংলাদেশের ইনিংসে একটা সময় মাত্র ১ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে নেওয়া বাংলাদেশ থামে ২২০ রানে। সব কিছু ঠিকঠাক-ই চলছিলো; কিন্তু ৪২তম ওভারে তামিমের বিদায়ে দিক হারায় বাংলাদেশ।
ফেরার আগে টেস্ট ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবার(১০৪) এবং মুমিনুল ফেরেন ৬৬ রানে।
মাত্র ৪৯ রান যোগ করতেই বাকি ৮টি উইকেটও হারিয়ে বসে মুশফিক বাহিনী। তামিম-মুমিনুল বাদে শুধুমাত্র মাহমুদউল্লাহ এবং সাকিব ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে নিজেদের স্কোরকে তুলে নিতে পেরেছেননি। যদিও তাদের সংগ্রহ যথাক্রমে ১৩ এবং ১০। বাকি ৭ ব্যাটসম্যানের সংগ্রহ মাত্র ১৭ রান। ১০ রান এসেছে অতিরিক্ত থেকে।