বি এম আলাউদ্দীন: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা দূর্গা মন্দির কমিটির আয়োজনে দূর্গা মন্দির উন্নয়ন কল্পে ০৮ দলীয় নক-আউট ব্যাট মিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত্র ৯টায় গোয়ালডাঙ্গা দূর্গা মন্দির মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান দলের হাতে পুরস্কার তুলে দেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিদুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস,আই আঃ রাজ্জাক, এ,এস,আই অাসলাম হোসেন, মিতালী যুব সংঘের সভাপতি মোঃ আছাদুল ইসলাম ফকির, মানিকখালি ব্রীজ কন্টাকটর মিলন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক শিবপদ সরকার, সাংবাদিক বি এম আলাউদ্দীন, আল আমিন যুব সংঘের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, জা,গো তরুন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও সাংবাদিক শাহিনুর ইসলাম, বড়দল ইউনিয়ন চেয়ারম্যান প্রতিনিধি মফিজুল ইসলাম, বড়দল ইউনিয়ন দফাদার মোক্তাজুল ইসলাম, আজারুল ইসলাম (আজগার), ডাঃ সাইফুল ইসলাম, শিক্ষক মোঃ আবুল খায়ের, শংকর মজুমদার, এস এম শরিফুল ইসলাম (ফুল) প্রমুখ। খেলায় ফাইনালে সাতক্ষীরা পৌরসভা-১ ও দরগাপুর দল একে অপারের প্রতিদন্দিতা করে। ২-০ তে ম্যাচ জিতে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন দরগাপুর দল। চাম্পিয়ান দলকে ২১ ইঞ্চি টিভি ও রানার্স আপ দলকে ১৪ ইঞ্চি টিভি পুরস্কার দেওয়া হয়।সেরা খেলোয়ার নির্বাচিত হন তুষার। রিফারির দায়িত্ব পালন করেন মনিরুজ্জামান টিটু ও হরিদাশ ব্যাণার্জী। ধারাভাষ্যয় ছিলেন শিক্ষক শিবভোলা সরকার।
পূর্ববর্তী পোস্ট