নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার হরিণখোলা-গোয়ালপোতা’৭১ এ গণহত্যার শহিদ স্মৃতিস্তম্ভ ‘মৃত্যুঞ্জয়ী’ উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় গোয়ালপোতায় স্মৃতিস্তম্ভ ‘মৃত্যুঞ্জয়ী’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু।
জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মৃতিস্তম্ভ ‘মৃত্যুঞ্জয়ী’ এর উদ্বোধন করেন তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজউদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, শিক্ষক নেতা অধ্যক্ষ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, ৭১’এ যারা গণহত্যার শিকার হয়েছিলেন। তারা জীবন দিয়ে হলেও আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। জীবনের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে মাথা উচু করে বেঁচে আছি। তাদের কাছে আমরা চিনি ঋণী হয়ে আছি। আজ এ স্মৃতি স্তম্ভ তৈরি করে অন্তত আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবো। এর আগে অত্র এলাকায় ৭১’র গণহত্যার শিকার হওয়া পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট