নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে দুইশত জন মুক্তিযোদ্ধাদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার মোঃ আবু বকর সিদ্দিক, প্রচার কমান্ডার ডঃ মোঃ আব্দুল বারী, মোঃ আনছারুজ্জামান, মোঃ কামরুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সদর থানা সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধা তবিবুর রহমান মাস্টার। এসময় প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। আজ তাদের কল্যানে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের অবদান কখনও ভুলবার নয়। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে আসছে। আগামীতে এ ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।