নিজস্ব প্রতিবেক: ‘আনন্দ খবর, সুখবর’ হাঁস মুরগি, গরু, মহিষের মাংস নিয়ে বিভিন্ন যখন তখন মাইকিং। রাত নেই, দিন নেই এসব এধরনের শব্দের অতিষ্ঠ হয়ে উঠেছে সাতক্ষীরা পৌরবাসী। এধরনের নিয়ম বর্হিভূত মাইকিং বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সাতক্ষীরা পৌরসভা। গত ২৮ জানুয়ারি ১৮ তারিখে সাপৌ/সা:/শা:/২০১৮/৩৪(২) স্মারকে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী স্বাক্ষরিত এক পত্রে শহর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, শহর হাঁস মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদককে মাইকযোগে মাংস বিক্রির প্রচারের পূর্বে প্রশাসনের অনুমতি গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা তথ্য অফিস ও সাতক্ষীরা সদর থানায় এর অনুলিপি প্রদান করা হয়েছে। যখন তখন এভাবে মাইকিং শব্দ যন্ত্র ব্যবহার ও শব্দ দূষণ আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। এদিকে সম্প্রতি যখন, তখন হাঁস মুরগি, গরু, মহিষের মাংস বিক্রির মাইকিং এর কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে সাতক্ষীরা পৌর এলাকার মানুষ। যা স্কুল, কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ অসুস্থ ব্যক্তিদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠেছে। এঘটনায় এধরনের উদ্যোগ গ্রহণ করায় সাতক্ষীরা পৌরসভাকে অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।
যখন তখন মাইকিং বন্ধে সাতক্ষীরা পৌরসভার নির্দেশনা
পূর্ববর্তী পোস্ট