আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত্য বিশ্বনাথ মজুমদারের বাড়ির সামনে। বুধবার সকাল ১১ টায়। আশাশুনি উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের মিটার রিডার কাম ম্যাসেঞ্জার মোঃ মফিজুর রহমান বিদ্যুৎ বিলের কাগজ বাড়িতে বাড়িতে দেওয়ার সময় রাস্তায় তিনটা হুনুমান তার পিছন দিক থেকে এসে হঠাৎ আক্রমন করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়ালডাঙ্গা বাজারে তাপশ ডাক্তারের চেম্বারে নিয়ে মফিজুরকে ২৮ টা সেলাই দেওয় হয়েছে। একই ঘটনা ঘটেছে গত শনিবার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া গ্রামের মৃত্য বিমল মিত্রের পুত্র গ্রাম্য ডাঃ তাপষ মিত্র তাকে হুনুমানের কাঁমড়ে ডান হাতে ১৬ টা সেলাই দিতে হয়েছে ওই দিন একই গ্রামের অমল সরকারের পুত্র নিতাই সরকারকেও হুনুমানের কামড়ে ১২ টা সেলাই দেওয়া হয়েছে। এমতাবস্থায় এলাকার জনগনের মাঝে এক ধরনের আতংক বিরাজ করছে। ছোট ছোট শিশুদের নিয়ে অভিবাবক গণ ভীষণ চিন্তার মধ্যে দিন-রাত অতিবাহিত করছেন। এ ব্যাপারে এলাকার সচেতন মহল প্রশাসনের দ্রুততম সময়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।
আশাশুনিতে হুনুমানের কাঁমড়ে মানুষ অতিষ্ঠ !
পূর্ববর্তী পোস্ট