গোপনে বাংলাদেশ থেকে মেঘালয়ে ঢুকে এনকাউন্টার-এ নিহত হয়েছেন জঙ্গিনেতা (জিএনএলএ প্রধান)সোহান ডি শাইরা। এমনটাই দাবী করছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম।
মেঘালয় রাজ্যের পুলিশ অবশ্য সোহানের মৃত্যুর ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানায়নি। তবে, সোহানের মৃত্যুর বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যম রিপোর্ট প্রকাশ করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মেঘালয় রাজ্যে নির্বাচনের আগেই বড়সড় জঙ্গিদমন অভিযান শুরু করেছে পুলিশ। সেই লক্ষ্যেই পূর্ব গারো হিলস অঞ্চলে ‘গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ)-র’ সঙ্গে গোলাগুলি হয় পুলিশের। পুলিশের গুলিতে ছিন্নভিন্ন হয়ে যায় সোহানের দেহ।
প্রসঙ্গত, মেঘালয়ে ২০০৯ সাল থেকে সক্রিয় রয়েছে জিএনএলএ। পৃথক গারোল্যান্ড-এর দাবিতে পশ্চিম মেঘালয়ে সহিংস আন্দোলন করছে সংগঠনটি। জিএনএলএ-এর স্বঘোষিত কমান্ডার সোহান ডি শাইরা। উত্তর-পূর্ব ভারতের অন্যতম বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নেতা হিসেবেই তার পরিচিতি। তার বিরুদ্ধে খুন, অপহরণ, নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে।
তথ্যসূত্র: জি-নিউজ