আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে ভিক্ষুকমুক্তকরণ “ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচি” বাস্তবায়নে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বড়দল ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পিআইও সেলিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম প্রমুখ অংশ নেন। সভায় খাজরা ইউনিয়নের ২১ জন ও বড়দল ইউনিয়নের ৫১ জন তালিকাভুক্ত ভিক্ষুকদের সাথে মতবিনিমিয় করা হয় এবং আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে কি করলে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিবে তা প্রত্যেকেল কাছ থেকে শুনে লিপিবদ্ধ করা হয়। আগামীতে তাদের চাহিদা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট