দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কোমরপুরের একটি ঘেরের মাটি কেটে গভীর এবং অতিরিক্ত ট্রলি চলাচলের কারণে রাস্তা নষ্টের অভিযোগ উঠেছে। এতে করে কুলিয়া কাউন্সিল হতে কোমরপুরগামী একমাত্র ব্যস্ততম সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। একই সাথে রাস্তা নষ্ট হওয়ায় যাতায়াতের সমস্যার পাশাপাশি জনভোগান্তি চরমে পৌঁছেগেছে। স্থানীয় সুত্রে জানান যায়, কোমরপুর এলাকার ঢেপখালি নাম স্থানে রাস্তার পার্শে ঘের মাটি কেটে গভীর করার ফলে রাস্তা ঘেরের মধ্যে ভেঙ্গে পড়ার পাশাপাশি সড়কে অতিরিক্ত ট্রলি চলাচলের কারণে বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়েছে। ভাটার প্রধান উপকরণ মাটির যোগান দিতে বহনকারী ট্রলি বন্ধে এলাকাবাসী স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া এলাকাবাসীর অভিযোগ, ভাটা কতৃপক্ষ প্রায় সময় স্কেভেটর মেশিন দিয়ে বিভিন্ন ঘের থেকে মাটি কেটে অসংখ্য ট্রলি ও ট্রাক্টার দিয়ে মাটি নিয়ে আসছে ইট ভাটায়। এভাবে চলতে থাকলে রাস্তাটিতে চলাচলা অনুপযোগী হয়ে পড়বে। তখন স্থানীদের ভোগান্তির শেষ থাকবে না। তবে, এবিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার স্থানীয়দের বাধার মুখে যায় মাটি কাটা বন্ধ হয়ে যায়। কিন্তু ভাটা কর্তৃপক্ষ ও ঘের ব্যবসায়ী লুৎফর হাজী প্রভাবশালী হওয়ায় মাটি কাটা পুনরায় চালু করতে বিভিন্ন মহলে দৌঁড়-ঝাঁপ শুরু করেছেন। এবিষয়ে মোবাইল ফোনে লুৎফর হাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলছি বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।
কোমরপুরে ঘেরের মাটি কেটে রাস্তা নষ্টের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট