মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে ২৬ টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যা থেকে মাধ্যরাত পর্যন্ত ২০টি ইভেন্টের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মনের খোরাক যোগায়। তাই পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহনে আগ্রহী হতে হবে শিক্ষার্থীদের। প্রতিষ্ঠানের দাতা সদস্য সাবেক মেম্বর আঃ হান্নানের সভাপতিত্বে এসময় আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক আরিফুল ইসলাম (বাচ্চু), অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, সহকারি প্রধান শিক্ষক ফজলুল হক, উপজেলা তরুনলীগ নেতা এস এম ওমর ছাকী পলাশ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র ক্রীড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজ সেবক একেএম জহুরুল হক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের বিদ্যোৎসাহি সদস্য এড. জিয়াউর রহমান।
কাদাকাটি হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পূর্ববর্তী পোস্ট