তরিকুল ইসলাম লাভলু : কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পরমানন্দকাটি গ্রামের আই এফ এম সি কৃষক মাঠ স্কুলের উচ্চমূল্য ফসল (লাউ) এর প্লট মঙ্গলবার সকাল ১০ টায় পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, ফারুক আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাহিত্য বি চৌধুরি সহ এলাকার কৃষক-কৃষাণী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় কৃষি অফিসার চাষিদেরকে লাউ এর মাছি পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ, বরো ধানের ব্লাস্ট দমন এবং আমের হবার পোকা দমন নিয়ে আলোচনা করেন। এছাড়া রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত বোরো প্রদশনী, বারি -৪ জাতের প্রদশর্নী, বিনা -১৪, বিরিধান -৬৭, বিটি বেগুন এর প্লট পরিদর্শন করেন।
কালিগঞ্জে কৃষক মাঠ স্কুলের ফসলের প্লট পরিদর্শন
পূর্ববর্তী পোস্ট