চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে মেসির বার্সেলোনা। কাম্প ন্যু-য়ে জয়ের নায়ক আবারও সেই মেসি। লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে ৩-০ গোলের জয়ে শেষ আটে পৌঁছে গেল বার্সেলোনা।। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে শেষ আটে উঠেছে বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচ শুরুর তিন মিনিটের ভেতরেই কোনো কিছু বুঝে ওঠার আগে চেলসির জালে বল জড়ান লিওনেল মেসি। উরুগুয়ে স্ট্রাইকার সুয়ারেসের পাস পেয়ে বাইলাইনের কাছ থেকে ডান পায়ে শট নেন মেসি। বল গোলরক্ষকের দু’পায়ের মধ্যে দিয়ে জড়ায় জালে। এরপর মাঝ মাঠে সেস ফাব্রেগাসের ভুলে বল পেয়ে যান মেসি। একজনকে কাটিয়ে, আরেক জনকে দারুণ ক্ষিপ্রতায় এড়িয়ে ডি-বক্সে ঢুকে ডান দিকে দেম্বেলেকে পাস দেন। জোরালো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড। বার্সেলোনার হয়ে এটাই তার প্রথম গোল।
এরপর বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৩ মিনিটে আবারও মেসি ম্যাজিক। আবার সুয়ারেজের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে বল নিয়ে ভেতরে প্রবেশ করেন মেসি। বাঁ পায়ের জোড়ালো শটে কর্তোয়ার পায়ের নিচ দিয়ে আবারও বল জালে জড়ান এই আর্জেন্টাইন তারকা।
ফলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কম ম্যাচ খেলে ১০০ গোল করার রেকর্ড স্পর্শ করলেন এই পাঁচবারের বর্ষসেরা ফুটবল জাদুকর লিওলেন মেসি। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।