মাহফিজুল ইসলাম আককাজ : ওয়েস্টজোন পাওয়ার ড্রিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড সাতক্ষীরা (বিদ্যুৎ কেন্দ্র) এর নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. হাবিবুর রহমান যোগদান করেছেন। গত কয়েকদিন আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা থেকে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খালিদ হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তার স্থলে ১৩ মার্চ মঙ্গলবার নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. হাবিবুর রহমান যোগদান করেন। তিনি ওয়েস্টজোন পাওয়ার ড্রিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড বরগুনায় কর্মরত ছিলেন। ২০০২ সালে বগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে এজিএম হিসেবে যোগদান করেন। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সোনাপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নজরুল ইসলাম। নবাগত নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান এ প্রতিবেদককে বলেন, আমি পুর্বের সকল অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করে সাতক্ষীরা শহরের গ্রাহকদের সর্বোচ্চ বিদ্যুৎ সেবা দিতে বদ্ধ পরিকর। গরমকালে সাতক্ষীরা শহরকে লোড শেডিং মুক্ত করে উন্নতমানের সেবা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। গ্রাহকরা যেন কোন প্রকার হয়রানীর শিকার না হয় সে লক্ষ্য নিয়ে কাজ করবো। তিনি সেবার মান বৃদ্ধি ও লোড শেডিং মুক্ত সাতক্ষীরা করতে আমার অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট