ব্যথাটা মাঝেমধ্যেই জানান দিয়ে যাচ্ছিল পুরনো চোটের। নিদাহাস ট্রফির ফাইনালে ফিল্ডিং করতে পারেননি। এরপর পিএসএল খেলতে গিয়ে অবস্থা আরও খারাপ হয়। পিএসএল শেষ না করেই তিনি উড়াল দেন থাইল্যান্ডে। সেখানে এমআরআই করার পর যে রিপোর্ট এসেছে, তা দেশসেরা ওপেনারের জন্য খুব বাজে খবর।
হাঁটুর সমস্যার কারণে কমপক্ষে ৫-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিম ইকবালকে। এই সময়ের মধ্যে অনুশীলনও করতে পারবেন না। এই সময়টুকুর মাঝে শুধু পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন তিনি। আপাতত জাতীয় দলের খেলা নেই বলে হয়তো দুঃসংবাদটা তত বড় নয়। কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকাই তো সবচেয়ে বড় দুঃসংবাদ। এই সময়টুকুতে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারতেন তামিম। কিন্তু আপাতত সেটি হচ্ছে না।
অস্ট্রেলীয় শল্যবিদ ডেভিড ইয়াং যে হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন, সেখানে অনেক দিন ধরেই ব্যথা অনুভব করছেন বাংলাদেশ ওপেনার। বিসিবি সূত্র জানিয়েছে, পরবর্তী করণীয় সম্পর্কে নিশ্চিত হতে আগামীকাল সোমবার বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন তামিম। ২৭ মার্চ দেশে ফেরার কথা রয়েছে দেশসেরা ওপেনারের।