মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ৬০ জন কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশসহ সিয়াটলে অবস্থিত রাশিয়ান দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছেন। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, বহিষ্কৃত ৬০ কূটনীতিকের মধ্যে ৪৮ রাশিয়ান দূতাবাস ও ১২ জন জাতিসংঘে কর্মরত।
আন্তর্জাতিক বিশ্লেষকরা এ বহিষ্কারাদেশ রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্প সরকারের নেওয়া সবচেয়ে ‘বেপরোয়া সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।পক্ষ্যত্যাগকারী রুশ গুপ্তচর সার্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে নার্ভ গ্যাসের মাধ্যমে হত্যার চেষ্টার জের ধরেই ওই কূটনীতিকদের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে সূত্রে জানা যায়। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানােনো হয়, রাশিয়ার এ হামলা রাসায়নিক অস্ত্র কনভেনশন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এদিকে, এ বহিষ্কারাদেশ পর এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, আমাদের বন্ধুদের আক্রমণের ফলাফল খুবই মারাত্মক।
গত ৪ মার্চ সালসবেরি শহরের একটি বিপণি কেন্দ্রের বেঞ্চে সের্গেই ক্রিসপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় ব্যবহূত নার্ভ এজেন্টের সন্ধান পায় ব্রিটিশ কর্তৃপক্ষ। কন্যাকে নিয়ে সের্গেই স্ক্রিপাল যেখানে দুপুরের খাবার খেয়েছিলেন, জিজ্জি নামের সালসবেরির ওই পিজার দোকানেই তাকে নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয় বলে ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছে।