গা গরম করার ম্যাচে সাকিব-রিয়াদরা খেলেছেন গা ছাড়া ভাবে। বিশেষভাবে আয়োজিত টি-২০ ম্যাচে মাহমুদউল্লাহর রিয়াদ সবুজ দলকে সহজেই হারাল সাকিব আল হাসানের লাল দল। ৯৭ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সবুজ দলের। ১৭ রানের মধ্যে তারা হারায় প্রথম চার ব্যাটসম্যানকে। তাদের কেউ যেতে পারেননি দুই অঙ্কে। আরিফুল হক, মাহমুদউল্লাহ বিদায় নেন দুই অঙ্ক ছুঁয়ে। নাহিদুল ইসলামের ১৮ ও দেলোয়ার হোসেনের অপরাজিত ২০ রানে একশ’ রানের কাছাকাছি যায় সবুজ দলের সংগ্রহ।
২০ রানে ৩ উইকেট পান বাঁ-হাতি স্পিনার রায়হান। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ২ উইকেট নেন ১৩ রানে।
জবাবে লাল দলের ইনিংসের শুরুতেই চমক! জাকির হাসানকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম তিন বলে সাকিবের ব্যাট থেকে আসে দুই বাউন্ডারি। সাকিব ও জাকির হাসানের ওপেনিং জুটিতে আসে ২৭ রান। তারপর সীমানা ছাড়া করতে গিয়ে বল আকাশে তুলে সাকিব বিদায় নেন ১৫ রানে।
সাকিবের বিদায়ের পর খুব দ্রুতই ৩ উইকেট হারায় লাল দল। উইকেটে সুবিধা করতে পারেননি আফিফ, হৃদয় কেউই। সাব্বির ১৯ ও জনি তালুকদার ১২ রান করেন। তবে উইকেটের অপরপ্রান্তে সতর্ক থেকে ওপেনার জাকির করেন অপরাজিত ৩৭ রান। ফলে ২৩ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় সাকিবের লাল দল।
সবুজ দলের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন জুবায়ের লিখন, নাহিদুল ও তাইজুল ইসলাম।
বিসিবি সবুজ : ১৭.৩ ওভারে ৯৬ (মারুফ ৭, রনি ২, সাদমান ৫, আল-আমিন ১, আরিফুল ১২, নাহিদুল ১৮, মাহমুদউল্লাহ ১১, তাইজুল ৪, দেলোয়ার ২০, সাঈদ ৪, শুভাশিস ৭; সাইফ উদ্দিন ২/১৩, শরিফুল ১/১০, অনিক ১/৬, সাকিব ১/১৮, আজিম ১/১৭, আফিফ ০/১১, রায়হান ৩/২০)।
বিসিবি লাল : ১৬.১ ওভারে ৯৭ (সাকিব ১৫, জাকির ৩৭*, সাব্বির ১৯, হৃদয় ৬, আফিফ ৪, জনি ১২*; দেলোয়ার ০/১৪, শুভাশিস ০/২৫, আল-আমিন ০/২, নাহিদুল ১/২০, জুবায়ের ১/১৫, তাইজুল ১/১৪, মাহমুদউল্লাহ ০/৬)।