রতিভার ঝিলিক তার ব্যাটে দেখা গেছে আগেই। সেই উজ্জ্বল সম্ভাবনাকে ক্রমেই আরও পোক্ত করেছেন। খেলেছেন একের পর এক দুর্দান্ত ইনিংস। টেস্ট ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারে প্রথম দশ টেস্টেই স্পর্শ করেছেন হাজার রান। এই ধারাবাহিকতার সুফলও পেলেন এইডেন মার্করাম। টেস্ট র্যাঙ্কিংয়ে উঠে আসলেন নতুন উচ্চতায়। তরুণ প্রোটিয়া ব্যাটসম্যান মাত্র ১০ টেস্ট খেলেই আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন।
মার্করাম অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত জোহানেসবার্গ টেস্টে ১৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসে করেছেন ৩৭। এই পারফরম্যান্স তাকে এগিয়ে নিয়েছে ৬ ধাপ। উঠে এসেছেন টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের নয়ে।
১০ টেস্টে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে মার্করামের রান এখন ঠিক ১ হাজার। গড় ৫৫.৫৫। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া এই ব্যাটসম্যান।
ব্যাটসম্যানদের শীর্ষে এখনও আছেন নিষিদ্ধ হওয়া স্টিভেন স্মিথ। দুইয়ে বিরাট কোহলি। এক ধাপ এগিয়ে জো রুট উঠেছেন তিনে।
আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন কাগিসো রাবাদা, দুইয়ে জিমি অ্যান্ডারসন। এছাড়া অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আছেন শীর্ষে সাকিব আল হাসান।