জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৭ এপ্রিল তাকে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক কে. এম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে তলব করা হয়।
ওই দিন সকাল ১০টায় তাকে দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য জানাতে বলা হয়েছে।
অভিযোগের বিবরণীতে বলা হয়েছে, বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামের বাড়ি কামারিয়ায় ৩০ একরের বাগানবাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুইটি প্লট; ধানমন্ডি ও গুলশানে দুইটি ফ্ল্যাট, নামে-বেনামে শতকোটি টাকা অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর, কাবিখা ও স্কুল কলেজের এমপিও থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াসহ তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।