দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুর ১২ টায় USDA এর অর্থায়নে উইনরক এর সহযোগীতায় TMSS কর্তৃক বাস্তবায়িত সেফটি প্রকল্পের এক অবহিতকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের বিষয়ে সকলকে অবহিত করেন TMSS এর প্রজেক্ট ম্যানেজার শহিদুল আলম খাঁন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উইনরক ইন্টারন্যাশনালের এডিও এবিএম শাহিদুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সাংবাদিক কে.এম রেজাউল করিম, TMSS এর এইও মাহফুজুল হক, সাদিকুর রহমান টফি সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। কর্মশালায় জানানো হয়, উক্ত প্রকল্পটি ২০১৭-২০২১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদে এই প্রকল্পে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ৩৮ টি গ্রুপের মাধ্যমে ৯৫০ জন চাষীকে নির্বাচন করে কার্য্যক্রম চলমান আছে।