প্রভাষক এস. আর আওয়াল: খেশরা ইউনিয়নের ঐতিহ্যবাহী খেশরা সার্বজনীন পূজা মন্দির পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপংকর দাশের সভাপতিত্বে শত বছরের পুরোনো খেশরা সার্বজনীন পূজা মন্দির জরাজীর্ণ হয়ে পূজা আর্চনার অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দাবীর প্রেক্ষিতে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জেলা পরিষদের অর্থায়নে উক্ত পূজা মন্দির সংস্কারের আশ্বাস দেন। সেই আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল ৪ টায় খেশরা সার্বজনীন পূজা মন্দির পূনঃনির্মাণ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথির আলোচনায় বলেন- বর্তমান অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ধারাবাহিকতার স্বাক্ষর হিসাবে প্রত্যেক ধর্মের উপসনালয়গুলি যথাযথ রক্ষণাবেক্ষণসহ উন্নয়ন কর্মকান্ডে অত্যন্ত অগ্রগামী। তিনি এ উন্নয়নে ধারাবাহিকতা রাখতে সকলের প্রতি আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এম এম ফজলুল হক, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজীৎ সাধু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ইখতিয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন খেশরা ইউপি আওয়ামীলীগের সভাপতি মাস্টার আমিনুল ইসলাম, খেশরা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন তাজ, উপজেলা তরুণ লীগের সভাপতি প্রভাষক এস. আর আওয়াল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ তানভীর হুসাইন অমি, ইউনিয়ন যুবলীগ নেতা সৈয়দ বদরুজ্জামান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শেখ আবুল কালাম।
খেশরা সার্বজনীন পূজা মন্দির পুনঃনির্মাণ উদ্বোধন ও আলোচনা সভা
পূর্ববর্তী পোস্ট