যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করেছে সুইডিশ অ্যাকাডেমি। ২০১৮ সালের পুরস্কার ২০১৯ সালে একসঙ্গে দেওয়া হবে। খবর বিবিসির।
১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনা। দুই বিশ্বযুদ্ধের সময় ৬ বছর এবং ১৯৩৫ সালে এ পুরস্কার দেওয়া হয়নি। কারণ সেই বছর কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।
সুইডিশ একাডেমির একজন সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ইতোমধ্যে ওই সদস্য পদত্যাগও করেছেন।