পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় মদের সাথে এ্যালকোহাল জাতীয় তরল পদার্থ পান করে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার মেলেক পুরাইকাটী গ্রামে। মৃত্যু যুবক সাধন দাসের পুত্র শুভ। জানাযায়, পাইকগাছা উপজেলার মেলেক পুরাইকাটী গ্রামে সাধুঁখা পাড়াস্থ শ্রীশ্রী জগধাত্রী পূজা মন্দিরে পূজার শেষ দিনে গত ১২ নভেম্বর রাতে উক্ত গ্রামের লহ্মীকান্ত সাধুর পুত্র বিশ্বনাথ সাধু একই গ্রামের সাধন দাসের পুত্র শুভ দাসকে রাতে তাদের বাড়িতে ডেকে নেয়। বাড়িতে রেখে বিশ্বনাথ সাধু শুভকে বিদেশী মদের সহিত তরল এ্যালকোহল জাতীয় পদার্থ মিশিয়ে পান করায়। রাত ৩ টায় শুভ’র পেট ব্যাথা শুরু হলে পরিবারের লোকজন স্থানীয় ডাক্তার গোবিন্দ কে বাড়িতে আনে। অবস্থার বেগতিক দেখলে ডাক্তার তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরের দিন সকালে শুভকে পরিবারের লোকজন পাইকগাছা হাসাপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার শুভকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে শুভ’র মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে বিশ্বনাথ সাধু শুভ’র মৃত্যু সংবাদ শুনে গা ঢাকা দিয়েছে। একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, উক্ত বিশ্বনাথ দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে ভারত থেকে মাদক সহ বিভিন্ন মালামাল চোরাকারবারি করে আসছে।
পূর্ববর্তী পোস্ট