আব্দুর রহমান: সাতক্ষীরায় বিআরটিএ ফি কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮অগাস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বুথটি উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন ও সেবার মান বৃদ্ধি পেয়েছে। সকল প্রকার সেবা অন লাইনে প্রদানের ফলে বিআরটিএ অফিসে এসে এখন আর মানুষকে হয়রাণি হতে হয়না। জেলা প্রশাসনের কার্যালয়ে এনআরবি ব্যাংকের বিআরটিএ’র ফি কালেকশন বুথ চালু করা হয়েছে। সেবার মান বৃদ্ধিতে এটি একটি নতুন মাত্রা। এনবিআর ব্যাংকের মাধ্যমে যাতে মানুষ দ্রুত সেবা পায় সে ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতাক্ষীরা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামূল হক, এনবিআর ব্যাংকের কেন্দ্রীয় ব্যবস্থাপক জিসান হাসিব, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শন আমির হোসেন প্রমুখ।