দেশের খবর: ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে নবীন বাংলাদেশের জন্য প্রবীণ বাজেটে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
শুক্রবার (৮ জুন) রাজধানীর লেকশোর হোটেলে সিপিডি আয়োজিত বাজেট পর্যালোচনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ই-কমার্সে তরুণদের সুবিধা দেওয়ার ক্ষেত্রে ৫ শতাংশ করারোপ করা হয়েছে। এছাড়া উবার পাঠাওয়ের ক্ষেত্রেও করারোপ করা হয়েছে। যা গ্রাহকের ঘাড়ে পড়বে।
নির্বাচনী বাজেট কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক অর্থনীতির বাজেট। কারণ বাজেট অর্থায়নে যারা সহয়োগিতা করবে তাদের সুবিধা দেওয়া হচ্ছে। এটি নবীন বাংলাদেশের জন্য প্রবীণ বাজেট।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও গবেষক তৌফিকুল ইসলাম খানসহ সংগঠনের কর্মকর্তারা।