আন্তর্জাতিক সংবাদ: ভারতের জম্মু ও কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ)-এর চার জওয়ান নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মির রাজ্যে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ ঘটনা ঘটে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, চামলিয়াল সেক্টর সীমান্তের ওপাশ থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুলিবর্ষণ শুরু হয়। বুধবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত এ গুলিবর্ষণ চলে। এ সময় বিএসএফ জওয়ানরাও পাল্টা গুলিবর্ষণ করেছে।
বিএসএফ-র মহাপরিদর্শক রাম আবতার জানান, রাতে রামগড়ের আন্তর্জাতিক সীমান্তের অপর পাশ থেকে পাকিস্তানি রেঞ্জার্সরা গুলিবর্ষণ শুরু করে। এতে বিএসএফ-র এক অ্যাসিসট্যান্ট কমান্ডারসহ চার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন সদস্য আহত হন।
উল্লেখ্য, গত ২ জুন জম্মুতে আন্তর্জাতিক সীমান্তের অপর পাশ থেকে পাকিস্তানি জওয়ানদের গুলিবর্ষণে এক কর্মকর্তাসহ দুই বিএসএফ সদস্য নিহত হন। সে সময় জম্মু সীমান্তের তিনটি সেক্টরে পাকিস্তানি বাহিনীর ব্যাপক গুলিবর্ষণে এক পুলিশ সদস্য ও এক নারীসহ অন্তত ১০ জন আহত হন।