বিদেশের খবর: আফগানিস্তানের জালালাবাদ শহরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। জানা গেছে, এদের মধ্যে ১২ জনই হিন্দু এবং শিখ ধর্মাবলম্বী। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।
এ ব্যাপারে আফগান সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন, প্রাদেশিক গভর্ণরের কম্পাউন্ডের কাছে বোমা হামলা চালানো হয়। এ সময় কম্পাউন্ডে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বৈঠক করছিলেন।
১৯ জন নিহতের বিষয়টি প্রাদেশিক গভর্ণরও নিশ্চিত করেছেন।