খেলার খবর: চলছে বিশ্বকাপের ২১ তম আসর। ইতোমধ্যে শেষ হয়েছে সেমিফাইনাল। এখন বাকি শুধু স্বপ্নের ফাইনাল। যেখানে প্রথমবারের মতো মুখোমুখি হবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। আর এ নিয়ে আনন্দের যেন সীমা নেই ক্রোয়েশিয়ান সমর্থকদের। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছনোর পর গোটা ক্রোয়োশিয়া জুড়ে অন্যরকম উন্মাদনা।ইংল্যান্ডে বিপক্ষে জয়ের পরেই আতসবাজির রোশনাই, মশাল নিয়ে বেরিয়ে পড়ে হাজার হাজার সমর্থক। কেউ আনন্দে কেঁদেছেন কেউবা চিৎকার করেছেন। কেউ কেউ এমন ব্যবহার করেছেন যেন তারা ‘পাগল’ হয়ে গেছেন।এদেরই একজন তরুণ সমর্থক যখন স্ক্রিনে খেলা চলছিলো তখন ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব শহরের প্রাণকেন্দ্রে ফ্যান জোনে বড় জায়ান্টে হাজার হাজার সমর্থক সামনে দাঁড়িয়ে বলেন, ‘আমরা যদি জিতে যাই, তাহলে পাহাড় থেকে ঝাঁপ দেব।’ আর খেলার শেষ বাঁশি বাজার পর সেই তরুণ সমর্থককে আর খুঁজে পাওয়া যায়নি।
ক্রোয়েশিয়ার সমর্থকরা ‘পাগল’ হয়ে গেছে!
পূর্ববর্তী পোস্ট