খেলার খবর : ভারত অনূর্ধ্ব-১৯ দলে প্রথম ম্যাচেই উইকেটের দেখা পেলেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন। কলম্বোতে যুব টেস্টে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে উইকেট নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেন তিনি।
শচিন অবশ্য ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন। অর্জুন ১৮ বছর বয়সে ভারত যুবদলের হয়ে প্রথম খেলার সুযোগ পেলেন। অর্জুনের বোলিং স্টাইল ও উইকেটপ্রাপ্তি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করেছেন। প্রথম আন্তর্জাতিক উইকেট তুলে নিতে অর্জুনকে ১২টি ভল করতে হয়েছে। লঙ্কান ব্যাটসম্যান কামিল মিশ্র তার বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন।
অর্জুনের করা ইন-সুইং লেনথের বলটি মিশ্র মোকাবেলা করতে ব্যর্থ হন। ম্যাচে মোট ১১ ওভার বল করেছেন অর্জুন। দুটি মেইডেন ওভারসহ ৩৩ রানের বিনিময়ে এই একটি উইকেট নিয়েছেন তিনি। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ভারতের বিপক্ষে ২৪৪ রানে অলআউট হয়েছে। জবাবে ভারত অনূর্ধ্ব-১৯ দল প্রথম দিনের খেলা শেষে এক উইকেটে করেচে ৯২ রান।
জুলাইতে ভারত যুবদলে খেলার জন্য অর্জুনকে দলে ডাকা হয়। এরপরই তিনি শ্রীলঙ্কা ট্যুরকে সামনে রেখে যুবদলের ক্যাম্পে অংশ নেন।