নিজস্ব প্রতিবেদক: শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীদের মনে ধরে রাখতে নিজ নির্বাচনী এলাকার ২০ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, উপজেলার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ ৬ শতাধিক নেতাকর্মীকে মুজিব কোট উপহার দিলেন সাতক্ষীরা – ৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।
এসময় সংসদ সদস্য তার সংক্ষিপ্ত বক্তৃতায় বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরে বলেন, “আমরা সেই নেতার সৈনিক যে নেতার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। আসুন আমরা সবাই আজ থেকে শপথ নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে সব ভেদাভেদ উপেক্ষা করে নৌকাকে আবারো বিজয়ী করি এবং মানবতার জননী জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে বাংলায় দেখতে চাই। ” তিনি আরও বলেন, আমি এমপি হই আর না হই আমি আবারো এই বাংলাতে আমার জনম দুঃখীনী জননেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।” স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।