আব্দুল আলিম: পবিত্র ঈদ- উল – আযহাকে কেন্দ্র করে জমে উঠেছে শ্যামনগর সদর নকিপুর গরুহাট। সাপ্তাহিক হাটবার হিসাবে মঙ্গলবার শ্যামনগরে সদর হাটে অন্যান্য দিনের চেয়ে কয়েকগুন গবাদি পশু উঠে। হাটে কোরবানির যোগ্য গরু – ছাগল, মহিষ নিয়ে আসে সাতক্ষীরা জেলার বিভিন্ন ব্যাপারীরা।
শ্যামনগর সদর নকিপুর হাটে গরু, ছাগল, মহিষ, ভেড়াসহ বিভিন্ন ধরনের পশু বিক্রয় হয়। আর কয়েকদিন পরই পবিত্র ঈদ- উল- আযহা। যার আচ লেগেছে শ্যামনগর সদর নকিপুর গরুহাটে। কোরবানিযোগ্য পশু বেচা কেনায় জমে উঠেছে এই হাট।
সাধারন মানুষ নির্বিগ্নে হাটে কেনা বেচা করছেন। হাটে ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। এবছর দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। এতে সন্তুষ্ট খামারী ও গরু ব্যবসায়ীরা। সাধ্যের সমন্বয় ঘটিয়ে গরু কিনছেন সাধারন ক্রেতারা। এবারের হাটে ভারতীয় গরু কম ওঠাই স্বস্তিতে রয়েছেন বিক্রেতারা। গরুর ব্যপারীরা জানান ভারত থেকে গরু কম আসায় দাম কিছুটা বেশি। তবে ২৫ থেকে ৪৫ হাজারের মধ্যে বেশি গরু বিক্রয় হচ্ছে। তবে বেশি ভাগ খামারী টার্গেট অনুযায়ী গরু বিক্রয় করতে পেরে আনন্দে বাড়ি ফিরছে বলে জানা যায়।