দেশের খবর: নিরাপদ সড়কের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার দুটি আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। এখন পুলিশ তাঁদের নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখালে পবিত্র ঈদুল আজহার আগেই মুক্তি পাচ্ছেন শিক্ষার্থীরা।
আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো আসামি ইফতেখার আহম্মেদের এবং ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈনউদ্দিন সিদ্দিকী ২১ শিক্ষার্থীর জামিন মঞ্জুরের আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থী তাঁদের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন।
আনিসুর রহমান জানান, বাড্ডা থানার মামলায় জামিন পাওয়া ১৪ ছাত্র হলেন—রিসালাতুল ফেরদৌস, রেদোয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, বায়েজিদ, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এ এইচ এম খালিদ রেজা, তারিকুল ইসলাম, নূর মোহাম্মাদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক ও হাসান।
ভাটারা থানার মামলায় জামিন পাওয়া আট ছাত্র হলেন—আজিজুল করিম, মাসাদ মরতুজা বিন আহাদ, ফয়েজ আহম্মেদ আদনান, সাবের আহম্মেদ, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন ও আমিনুল এহসান।
গত ৭ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীকে দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। পরে ৯ আগস্ট আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
‘ঈদের আগেই মুক্তি পাচ্ছেন’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থী
পূর্ববর্তী পোস্ট