দেশের খবর: দাবি থাকলেও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে রাজনৈতিক সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এর পরের নির্বাচনের (দ্বাদশ জাতীয় সংসদ) আগে চিন্তা করে দেখতে পারি।’
সকালে সড়কপথে ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আসন্ন জাতীয় নির্বাচন ও বিএনপির বর্তমান রাজনীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘জাতীয় নির্বাচনে তাঁরা হেরে যাবেন এবং সে কারণে তাঁরা আজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজতে পারেন।’
বিএনপি সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য করে এ সময় মন্ত্রী বলেন, ‘তারা দেশে ২০১৪ সালের মতো একটা ভয়ংকর সহিংসতার পরিবেশ সৃষ্টি করার ব্লু-প্রিন্ট তৈরি করছে।’
এদিকে, বাস টার্মিনালে গিয়ে যাত্রী ও পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার ঈদে সড়কের অবস্থা ভালো বলেও দাবি করেন ওবায়দুল কাদের। শুধু সড়কের কারণে যানজট তৈরি হয় না, এর বাইরেও কারণ থাকে; তারপরও যাত্রা নির্বিঘ্ন করতে সব পক্ষকে সঙ্গে নিয়ে তিনি কাজ করছেন বলে জানান।
সড়ক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে এ সময়ে সড়কের অবস্থা অনেক ভালো। আমি আশা করি, যাত্রা এবার গতবারের চেয়ে স্বস্তিদায়ক হবে।’
এবার নয়, পরের নির্বাচনে সংলাপ : ওবায়দুল কাদের
পূর্ববর্তী পোস্ট