কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটার কুলিয়ায় একটি সড়কের বেহাল দশা হয়েছে। সড়কটির অবস্থা খারাপ হওয়ায় ঐ সড়ক দিয়ে সাধারন মানুষ ও গ্রামের মানুষদের চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এই বর্ষা মৌসুমে ঐ রাস্তা দিয়ে পায়ে হেটে চলাও দূষ্কর হয়ে পড়েছে। তবে বিষয়টি স্থানীয় কুলিয়া ইউপি চেয়ারম্যানের নজরে আনলে তিনি অবিলম্বে রাস্তাটি সংষ্কারের আশ^াস দিয়েছেন। স্থানীয়রা জানায়, কুলিয়া বালিয়াডাঙ্গা পূর্বপাড়া গফুর ও সমীরের বাড়ি থেকে বালিয়াডাঙ্গা বিলগামী আনুমানিক ২শত ফুট একটি কাচা রাস্তা আছে। ঐ রাস্তা দিয়ে স্থানীয় ঘের ব্যবসায়ীরা ঘেরে পানি দেওয়ার জন্য নিজেরা নিজ খবচে ড্রেন নির্মান করেছেন। যার কারনে ৮ ফুট চওড়া রাস্তাটি সংকীর্ন হয়ে পড়েছে এবং মাটির রাস্তাটি বর্ষার কারনে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ঐ এলাকায় বসবাসকারী ব্যাংকে কর্মরত গোলাম সরওয়ার জানান, রাস্তাটি স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্যা ফাতেমা খাতুনকে জানালে তিনি সরেজমিনে রাস্তাটি দেখে দেখেন। কিন্তু এখনো পর্যন্ত কোন সংষ্কার করা হয়নি। তবে এ ব্যাপারে ফাতেমা খাতুন সাংবাদিকদেরকে জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে ঢাকা আছেন। ফিরে এসে ইউপি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করবেন। তবে কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম জানান, রাস্তাটির বিষয়ে তাকে কেউ কখনো অবহিত করেনি। তিনি সরেজিমনে পরিদর্শন করে যাতে অবিলম্বে রাস্তাটি সংস্কার করা যায় সে বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।
দেবহাটার কুলিয়ায় একটি সড়কের বেহাল দশা
পূর্ববর্তী পোস্ট