বিনোদনের খবর: প্রথম দেখাতেই মৌসুমী হামিদকে ভালো লেগে যায় নজরুল রাজের। একপর্যায় দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু তাদের প্রেমের সম্পর্কের মধুর সময় খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। কারণ কিছুদিন যেতেই নজরুল অন্য এক মেয়ের প্রেমে পড়ে। তারপর থেকে মৌসুমী হামিদকে এড়িয়ে চলে সে। এরপর মৌসুমী নেপালে চলে যায়।
এদিকে কিছুদিন পরই নজরুলের সঙ্গে তার দ্বিতীয় প্রেমিকার বিচ্ছেদ হয়। নিঃস্ব হয়ে পড়ে নজরুল। কোনো কূলকিনারা না পেয়ে মৌসুমী হামিদের খোঁজে নেপালে ছুটে যায় নজরুল। মৌসুমীকে পেয়ে আবারো নতুন করে ভাবতে শুরু করে। এরপর নজরুল-মৌসুমীর সম্পর্ক আগের মতো হয়। চলতে থাকে গল্প ও আড্ডা। কিন্তু আড্ডার ফাঁকে বার বার মৌসুমীর ফোন কল আসতে থাকে, এতে বিরক্ত হয় নজরুল। এই ফোন কল নিয়ে আবার শুরু হয় জটিলতা। এর মধ্য দিয়ে এগিয়ে যায় ‘এভাবেও ভালোবাসা যায়’ নাটকের কাহিনী।
প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় রবিবার থেকে নেপালে শুটিং শুরু হয়েছে নাটকটির। বিশ্বজিৎ দত্তের মূল গল্প অবলম্বনে রচিত এ নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
নজরুল-মৌসুমীর ‘এভাবেও ভালোবাসা যায়’
পূর্ববর্তী পোস্ট