দেবহাটা প্রতিনিধি: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দেবহাটার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সহ সদরের ভোমরা ইউনিয়ন নিয়ে গঠিত ৬ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম (তালা প্রতিক) ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। গনসংযোগকালে প্রত্যেকটি ইউপির চেয়ারম্যান ও মেম্বরদের সাথে নির্বাচনি প্রচারনা ও মতবিনিময়সহ লিফলেট বিতরনের মধ্য দিয়ে ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন। গতকাল সকাল ১০ টায় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে গণসংযোগ করেছেন তিনি। এসময় সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ইউপি সদস্য আকবর আলী, মোকলেছুর রহমান, পরিতোষ বিশ্বাস, নির্মল কুমার মন্ডল, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, হাফিজুর রহমান হাফিজ, আবুল হোসেন, মোনাজাত আলী, রেহেনা ইসলাম, আল্ফাতুন্নেছা, আরতী রানী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট