বিদেশের খবর: গতকাল শনিবার ইরানের সামরিক প্যারেডে সন্ত্রাসী হামলা হয়েছে।ওই হামলার জন্য মার্কিন সমর্থিত উপসাগরীয় রাষ্ট্রগুলোকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরানে ‘যুক্তরাষ্ট্রের পুতুলেরা’ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে শনিবার সামরিক কুচকাওয়াজ চলাকালে বিপ্লবী গার্ডের সদস্য এবং কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা। এতে এক শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে; আহত হয় অর্ধশতাধিক।
জঙ্গিগোষ্ঠী আইএস এবং সরকারবিরোধী আরব গ্রুপ দায় স্বীকার করেছে। কিন্তু তারা হামলায় জড়িত থাকার তথ্য-প্রমাণ দিতে পারেনি। রাশিয়া, তুরস্ক, সিরিয়া, ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে।
ইরানে হামলায় মার্কিন সমর্থিত উপসাগরীয় রাষ্ট্রগুলো দায়ী
পূর্ববর্তী পোস্ট